"ট্রেন "

                         কৃষ্ণ ধন শীল 
                    
                         
চলছি ট্রেনে কালের টানে ধূসর কালো ধোঁয়া,
নেই যে মনে কোন স্টেশনে নিয়ে ছিল হাওয়া!
চলছে গাড়ি শব্দ ভারি উঁচু নিচু পথে, 
হাসি সুখে কান্না দুঃখে আছে একই রথে!
উর্ধ্ব গামী ছুটছে হয়ে বিশাল পারাবারে, 
কেউ ভর পেট কেউ উপোস কেউ অর্ধাহারে।

পিছন পড়ে স্মৃতি কত ভীষণ চলার পথে, 
নেই যে সময় ভাবনা করার আগুয়ানের ব্রতে। 
ছোট বগি ছোট কামরা সূক্ষ্ম ছোট ঘরে, 
থাকছে বসে অন্ধ হয়ে চির সুখের তরে! 
বাইরে কত আলোক ধারা সবুজ কত প্রান্তর, 
অন্ধ কোণে আলোক খুঁজে মিছা ভোলা অন্তর। 

পাহাড় নদী সাগর দ্বীপে চড়ি নামি চলে, 
হারিয়েছে শান্তি নীড় সে গতির কথা বলে, 
ছুটছে যত হচ্ছে ক্ষত ফুরছে তার আয়ু, 
ছাড়ছে নিঃশ্বাস জীবন আশ্বাস বিষিয়ে প্রান বায়ু!
বেলার শেষে জড় বেশে পড়বে ছিটকে যাত্রী, 
সময় শেষে বিলীন হবে যত পাত্র-পাত্রী।

একটি মন্তব্য পোস্ট করুন