তাই হবো বা নাই হবো

বাগু বিশ্বাস

যদি বলো দাও, শুধরে দেব
তোমার অভিধানের পৃষ্ঠা থেকে ভুল বানানের
শব্দগুলো শুধরে দেব।
জিহ্বা ঠোঁটের আড়ষ্টতা শুধরে দেব,
চোখের থেকে ভুল দৃশ্যের ছলাৎছলাৎ শুধরে দেব।

যদি বলো দাও, পাল্টে দেব
ওলোট-পালট হাওয়ার গতি পাল্টে দেব।
ব্যথার চিবুক পাল্টে দিয়ে আলোর বাতি জ্বালিয়ে দেব,
করতলের ভাগ্যরেখা পাল্টে দিয়ে বজ্রউল্কি এঁকে দেব।

যদি বলো যাই, তাই হবো
একটি সাদা এনভেলাপে চন্দ্র এবং সূর্য হবো,
না ছাপানো কাব্যগুচ্ছের নতুন মলাট বই হবো।

সোনার দামে ফুল কিনব,
ফুলের দামে প্রেম,
হঠাৎ করে ঝড় উঠলে
বিস্মৃতির হেম।

যদি বলো নেই, নেই হবো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন