নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে,
হৃদয় তোমারে পায় না জানিতে
হৃদয়ে রয়েছ গোপনে।
-রবীন্দ্রনাথ
২৫শে বৈশাখ মানেই আমাদের প্রাণের মানুষ, মনের মানুষ, আবেগের বন্ধু প্রাণের ঠাকুর রবি ঠাকুরের জন্মদিন। যিনি বিশ্বকে কবিতার জালে আটকে দিয়েছিলেন, গানের সুরে মাতিয়ে দিয়েছিলেন বিশ্বকে। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অল্প ছোঁয়ায় যেখানে সমুদ্র হয়, সেখানে উনার সম্পর্কে বলা মানে মহাসাগরে সাঁতার কাটার সমান। আজ সাহিত্য যেন উনার হাত ধরেই উনার পিছু করে যাচ্ছে। আমরা বাঙালী হয়ে, বিশ্ববাসী হিসাবে আজ ধন্য হলাম রবি ঠাকুরের মতো একজন সাহিত্যিক বটবৃক্ষ পেয়ে। কবিগুরুর শ্রীচরণে প্রাণখোলে জানাই শতকোটি প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি।
শুভেচ্ছা রইলো
গৌরাঙ্গ সরকার, সম্পাদক
শিবশঙ্কর দেবনাথ, সহসম্পাদক
নবোন্মেষ পত্রিকা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন