চির স্মরণীয়

   শাশ্বতী দেব
বৈশাখের শুরুতে করি স্মরণ যাকে,
বিস্তারিত জ্ঞান যার বিশ্বচরাচরে।
গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লিখলেন যিনি,
সঞ্চয়িতার রচয়িতা স্বয়ং তিনি।
বাঙালির গর্ব ঠাকুরবাড়ির ছেলে,
খ্যাতি যার প্রসারিত বিশ্ব দরবারে।
পেয়েছেন যখন নোবেল সম্মাননা,
ধন্য হলেন রত্নগর্ভা মাতা সারদা।
       
      কর্নেল বাড়ি সেই সাক্ষ্য বহন করে,
প্রাসাদের গৃহে যার স্মৃতি ধরা পড়ে।
ত্যাগ করলেন যিনি নাইট উপাধি,
আমাদের প্রিয়তম সবার বিশ্বকবি।
প্রতিদিন শুনি যার কীর্তি শত শত,
হই তখন আমরা আনন্দে আপ্লুত।

একটি মন্তব্য পোস্ট করুন