দীপু দেবনাথ
ভাঙা নৌকায় বসে আমি,
যাব ঐ পার ।
আমার যাত্রীর সঙ্গী হবে ,
ঐ পাহাড় ।
স্রোতের ঢেউয়ে ভাসাব মন ,
সেই স্রোতে ভাসবে আপন ।
জীবন গামী এই আঙিনায়,
মরু ভূমি মন ।
তার তৃষ্ণায় জীবন কাটায়,
জীবনও মরন ।
ভাঙা নৌকার যাত্রী আমি,
মাঝি এখন ।
পার হবার কামনায় জানি,
ক্রিয়ার এই চরণ ।
নৌকা আমার ডুবো ডুবো,
পার হবে কী প্রাণ ?
প্রাণের দায়ে নৌকা ভাসাই,
নৌকার এই জীবন।
থাকবে পরে যাত্রীর ভগ্নাংশ,
সময়ের ছাই ।
ভগ্ন দেশে নৌকার ভেসে,
যায় যে চলে ।
ঐ যে দেখা কূলের ছায়া,
মিলল কি তা শেষে ?
ভাঙা নৌকার যাত্রী আমি,
যাত্রী আমি ঐ------।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন