দুটি অনুকবিতা

       শ্রীমান দাস

১/
         তান্ডব

তান্ডব এলে ঝিমিয়ে পড়ে উৎসব,
মূহুর্তেই বিলীন বাঁধন কলরব...
প্রাণোচ্ছল হাসির ফোয়ারা
এলোমেলো কুটুমভাত।

২/
          দূষণ

অজাত শিশুটিও জেনে গেছে
গর্ভধারিণীর আতঙ্কিত প্রহর ,
অভিমানে ভূমিষ্ঠ হতে চায়নি সে
কলঙ্কিনী আলো আর এ দূষিত বাতাসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন