সুস্মিতা দেবনাথ।
আমার গর্ব আমি বাঙ্গালী ,
আমি বাংলা ভালোবাসি।
বাংলা আমার মাতৃভাষা,
বাংলা'ই কথা বলি।
আমি বাঙ্গালী,
বিদ্যাসাগরের অ, আ,ক,খ, আমি
প্রানে ধরে রাখি।
আমি বাঙ্গালী,
তাই বলে অন্য কোনো জাত'ই আমি ঘৃনা নাহি করি।
আমি বাঙ্গালী,
বাংলায় গান গায়বো আমি
লিখব হাজারও কবিতা।
গর্ব করে বলব আমি বাংলা আমার ভাষা।
আমি বাঙ্গালী-