সুপর্না কর
হে কিংবদন্তি বিশ্বকবি
তুমি আমার সেই বৈশাখের রবি।
তুমিই সেই কবিগুরু,
যাহার হাতের ছোঁয়ায় হয়েছিল জাতীয় সঙ্গীতের শুরু।।
তোমার লেখা সঙ্গীত আজও সারা বিশ্ব শুনে।
গোটা জগৎ আজ মুগ্ধ তোমার সাহিত্যের গুনে।।
দেশের মতো বিদেশেও তোমার শ্রেষ্ঠত্ব আছে ছড়িয়ে,
আমিও আজ সাহস করে লিখছি তোমায় নিয়ে।
তোমার লেখা কত গল্প কবিতা আজও সকলের স্মৃতিতে আছে।
অনন্তকাল ধরে চিরস্মরণীয় হয়ে থাকবে গোটা বাংলার কাছে।।
তোমাকে অনুসরণ করেই মোর লেখার জগতে পথচলা শুরু।
জন্মদিনে তোমার চরণে শ্রদ্ধাঞ্জলি জানাই হে কবিগুরু।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন