অঙ্কিতা বর্ধন
বছরটা শুরু হোক না ,এক নতুন ছন্দে।
করোনা নামক হত্যাকারী ভাইরাসটা ,
হয়ে যাক বিলুপ্ত চিরকালের জন্য।
চারদিকে যে মৃত্যুর হাহাকার,
ছন্দহীন জীবন ,শুধু চলছে আতঙ্কের চিৎকার।
আজ জনজীবন যে স্তব্ধ এক আতঙ্কে।
গতিময় হয়ে উঠুক এক অন্য ছন্দে।
সচেতন হই আমরা নিজ জনগণ ।
মাক্স আর স্যানিটাইজ ব্যবহার করি প্রতিখন।
বাঁচি নিজেও বাঁচায় অপরকেও,
দূরত্ব বজায় রাখি সারাখন।
এড়িয়ে চলি বিয়ে বাড়ি আর যত পূজা পার্বণ।
ভালো হবে আমাদের পক্ষে,
সুস্থ থাকব আমরা জনগণ।
কি হবে একটি
বছর ,যদি দেই সব সুখ বিসর্জন?
থাকব ভালো আমরা সবাই, আমরা তো দেশের জনগণ।
প্রকৃতির আমরা শ্রেষ্ঠ প্রাণী। আমরা যেসব কাজ করতে জানি।
এই বিশ্বে এখন একটি কাজ, চলো সবাই মিলে করি। সচেতন হই আমরা সবাই। সচেতন বিশ্ব গড়ি।
করজোড়ে প্রার্থণা করি, বৈশাখ আসুক এক নতুন ছন্দে ।
বাতাসে আসুক নির্মল নতুন হাওয়া।
নির্মল হোক এই পৃথিবী,
ফিরে আসুক আবার সেই আপন গতি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন