অভিজিৎ দাস
চৈত্রের দহনে শুষ্ক মাটির,
বুকফাটা ওই আর্তনাদ..
স্নেহের পরশে নীরব করিতে,
বৈশাখ এলো অকস্মাৎ।
তাই শোনাযায় বজ্রনিনাদ,
মেঘের নাচন দূর আকাশে।
কৃষক বন্ধুর প্রাণ নাচে,তাই দেখে
আজ,ভয়-উল্লাসে।
চৌদিকে তাই ব্যস্ত সমীর,
তিমির নামে চারপাশে।
বৈশাখ এলো ডাক শোনাযায়,
ডাকছে দেখো,বন-বাঁশে।
ব্যস্ত কৃষক কাজ ফেলে, তাই
ছুটছে দেখো,ঘর পানে।
ছেলে-মেয়েরা নেচে উঠে,দেখো
ভীত পাখিদের কূজনে।
একটু পরে বৃষ্টি নামে,
মাটির করে,তৃষ্ণা দূর।
বৈশাখ এলো,বৈশাখ এলো,
ডাক শোনাযায় বহুদূর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন