অপভ্রংশ ভাবনা


                
                 হামিদুল ইসলাম

তারাদের কান্নায় ডুবে যায় নদী 
স্মৃতির ঘাটে চিতল হরিণ 
অশান্ত কবরী জটায় ছেয়ে যায় আকাশ 
নিঃস্ব হাত 
তবু হাতড়াই জীবন ও শঙ্খবেলা  ।।

আত্মহননের দ্বার খোলা সকাল বিকেল 
অশান্ত বেহুলা রজনী 
গোলাপের কাঁটায় শতছিন্ন নারী শরীর 
রথতলা বেচে দিই 
নিষ্ঠুর নৈঋতের হাতে  ।।

ভগবানপুরের বাসগাড়ি অচল এখন 
ধর্মঘটে জেরবার মুহূর্ত 
অপভ্রংশ ভাবনারা কালঘুমে জড়ব‍ৎ অচেতন 
তবু সূর্য উদয় 
প্রতিদিন রাস্তার মোড়ে মোড়ে  ।।

আবিলতার কাদায় ছুঁয়ে যায় শব্দবন্দি মন 
ইতিহাস বদলায়   ।।
______________
গ্রাম+পোষ্ট=কুমারগঞ্জ। জেলা=দক্ষিণ দিনাজপুর
___________________________________

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন