রাজীব বসাক
রবির টানে বাজিয়ে বাঁশি ,অম্রপল্লি কৃষ্ণচূড়া বেজায় খুশি ।
আমার বৈশাখ মনের কোণে, রবি টানে।
নদীর কুলে গ্রাম পাহাড়ে, জোনাক পোকা ছড়িয়ে পড়ে ।
ভেলা চলে নদীর জলে ,উচ্ছ্বসিত পাঁতিহাস বেজায় ঘুরে ।
আমার বৈশাখ গানের সুরে, রবি তোমায় মনে পড়ে ।
কালবৈশাখী ঝড়ের গতি,গানে কবিতায় তোমার স্মৃতি ।
গৌধূলির ঐ বিকেল বেলা, রাখালরাজার বাঁশির সুরে,
আমার বৈশাখে রবি তোমায় মনে পড়ে ।
মেলার ভিড়ে হাটবাজারে ,এঁকেবেঁকে নদীর তীরে,
একলা চলার পথে ,তোমায় মনে পড়ে ।
আমার বৈশাখ রংতুলিতে,তোমার ছবি অঙ্কিত করে ।।
বিলোনিয়া নলুয়া ( জয়পুর )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন