সেই ছেলেটা

পূজা  মজুমদার

     ছেলেটা  দেখতে  হালকা  শ্যাম বর্ন,
      
      দুটি চোখ তাঁর মৃগাঙ্ক,
    প্রিয় সাবজেকটা
নয়কো তাঁর অংক !
    নিজ আত্মবিশ্বাসে বিশ্বাসী 
    সেই  ছেলেটা  বলতো
   ' সই ' তোমায় ভালোবাসি;
তখন ভালোবাসায় ছিলোনা কাম্যোদ্দীপকের ছোঁয়া :
   আস্তে আস্তে 
মেয়েটা হলো তার 
জীবনে  কোঁয়াশার ধোঁয়া ।
নিভে গেলো ভালোবাসার মোমবাতিটা
হয়তো  মেয়েটা ছিলো 
   তুলসী পাতায়  ধোয়া !
আজও  সেই ছেলেটার 
   বাস্তবে ধরা দেয় মেয়েটা ,
ছেলেটার ঘরে  পরে আছে 
সইর জন্য 
যত্ন করে 
তোলে রাখা  
    সেই.......
    লাল শাড়ীটা।

বসে  আছে  ছেলেটা  
   ফিরে  আসার  পথিক হয়ে;

অপেক্ষায় অপেক্ষাকৃত অপেক্ষমাণ 
সেই ছেলেটা 
আজ
বাউন্ডেলের  
এক বাউল হয়ে 
ঘুরে বেড়ায়,
  এবং...............

নিজেকে  " অভদ্র " 
       বলে দাবি করে। 

ঐদিকে  প্রতিটা  মেয়ে  তার
   লেখা কবিতা - গানে 
সময়ে সময়ে মরে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন