সংহিতা ভট্টাচার্য্য
আমার যতো সাধ আহ্লাদ
কবিগুরু তুমি রবীন্দ্রনাথ,
রবির কিরণে সাজিয়েছ প্রভাত
তুমি বিশ্বকবি রবীন্দ্রনাথ।
আমি আসার অনেক আগেই এ ভবে
কেন চলে গেলে তুমি বিশ্বসংসার ফেলে
সাজিয়ে দিয়ে গেলে তোমার সৃষ্টির দরবার...
যা নিয়ে বাঁচবে এ বিশ্ব হাজার কোটিবার।
আজ ও ভেবে ক্লান্ত হই আমি
কোথায় পেলে তুমি এত সুন্দর লেখনী !
রঙ বাহারি ছন্দের মালা গেঁথে গেছো তুমি
তোমার লেখনী যেন যাদুর পরশমনি।
আজ ও মনে পড়ে ছোটবেলার সেই "ধ্রুব" স্যার
যিনি পরিচয় করিয়ে দিয়েছেন তোমার বিশ্বসংসার,
তোমার রেখে যাওয়া যত সৃষ্টি সম্ভার ..
আমার "ধ্রুব" স্যারের চোখে দেখেছি বার বার।
বাবা আমার দেখিয়েছেন পৃথিবী
"ধ্রুব" স্যার আমায় চিনিয়েছেন " রবি "
রাগে অনুরাগে যখন একা ছবি আঁকি...
মনে মনে স্যার তোমায় গুরু ভাবি।
মনে পড়ে সেদিনের কথা
যেদিন হয়েছিলেম পিতৃহারা,
চোখ মুছিয়ে দিয়েছিল তোমার "সঞ্চয়িতা",
ভাবছি !তুমি কি করে জানলে আমার বিষন্নতা!
আজ বিষন্ন একলা হয় যখন প্রান
সাথে নিয়ে বসি তোমার "গীতবিতান ",
গুনগুনিয়ে সুরে বেসুরে গেয়ে যাই তোমার গান,
তোমার সৃষ্টি হাজার বছর করে দান।
তুমি তো মহাকাশ আমার স্বর্গের দেবতা---
তুমি আজ হাজার কবির কবিতা..
তোমার সুরে গান গেয়ে ভুলাই সব ব্যার্থতা,
তুমি বিশ্বগুরু, তোমাকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা।
কৃষ্ণনগর, আগরতলা।
"""""""""""""""""""""""""""""""""""""
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন