দশম শ্রেণীর ছাত্র

সুজন দেবনাথ

দশম শ্রেণীর সেরা ছাত্র 
পিন্টু তালুকদার 
যতই পড়ে মন্টু, কানাই 
নাগাল পায় না তার। 
রোজই তারা ফন্দি আঁটে 
পিন্টুর উপর ক্ষুব্ধ
সকাল সন্ধ্যা এটাই ভাবে 
করবে কিসে জব্দ। 
এমন করেই কাটছে ওদের
ভেবে না পায় পথ 
সবাইকে তারা ক্ষেপিয়ে দেয়
ক্লাসে পাকায় জট।
পিন্টু ওদের এড়িয়ে চলে 
ক্লাসে পড়ে সর্বক্ষণ
সৎ পথে যে চলে সদাই
তারে টলাবে কোন জন? 
বেলাশেষে পিন্টুরা তার 
লক্ষ্যে পৌঁছে যায়, 
মন্টু ,কানাই , ওরা যেন 
কোথায় হারিয়ে যায়। 

ঠিকানা:- আগরতলা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন