কৃষান নমঃ
ঝরা সেই পাতা গুলো হাসছে
আবার সবুজ হওয়ার আশায়।
দু:খকে ভুলে তারা,
লিখছে খুশির কাছে চিঠি
রঙিন সেই ভাষায়।
গাছের নতুন পাতা, চারদিকে ফুলের গন্ধে
উদাসীন কোকিলের ডাক ধরে
সেই বসন্তেরই আগমনে।
কৃষ্ণচূড়ার রাজপথে সাজে
সঙ্গীতের মধুর সেই বাদ্য কানে বাজে।
ভগবানের আশীর্বাদে
দেখি আবির রাঙ্গা চারদিকে।
বসন্ত কথা বলে পাখির ডাকে,
ছেলে - বয়স্ক সবেই আনন্দে মেতেছে আজ
সেই বসন্তেরই আগমনে।
ভ্রমরা দল বেঁধে চলছে দেখ
ফুল ফোঁটার আনন্দে।
গাছে নতুন পাতা পল্লব জাগে
চারদিকে দেখছি অপরূপ লাগে
সেই বসন্তেরই আগমনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন