মনচলি চক্রবর্তী
বৈশাখ মানেই
পঁচিশে বৈশাখ,
পঁচিশে বৈশাখ নিয়ে আসে
কবিগুরুর আবির্ভাব ক্ষন,
কবি তুমি রবি হয়ে
দিও কিরন আমাদের
চলার পথে, প্রতি বাঁকে
প্রতি মোড়ে।
তোমার সৃষ্টিতে
আমাদের অমূল্য কৃষ্টি,
তোমার মাঝেই মোদের
সভ্যতা, সংস্কৃতি, গৌরব,
অস্তিত্ব সমুজ্জ্বল।
তুমি রবে নীরবে, আপন হয়ে
মোদের হৃদয় মাঝারে,
হে কবি জগৎ সভায়
লয়েছ চিরস্থান,
তোমার চরনে জানাই
শত কোটি প্রনাম।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন