ভবিষ্যতের কাণ্ডারী


             ✍️ প্রতীক হালদার 

দেশটা যারা দখল করে 
চালায় অত্যাচার,
সাদা চামড়ার ইংরেজ শাসন 
২০০  বছর পারাপার ।
মুখের অন্ন কেড়ে নিয়ে তারা 
চালায় শাসন-শোষণ,
কিছু দেশদ্রোহী তাদের গোলাম 
করেই চলেছে তোষন ।
লুটপাট হল অর্থ-মুদ্রা 
গরীবের শেষ সম্বল,
নীলচাষীদের অকথ্য নির্যাতন 
নড়ল না ধর্মের কল ।
কে জোগাবে সাহস আগামীর পথে?
তুলবে 'ইনক্লাব' ধ্বনি ,
বাঁচাতে মাতৃভূমি নিজের হাতে 
কার হবে আগমনী?
মিথ্যা শাসন গুটিয়ে দেবে 
ভাঙবে মুর্খতার বেড়াজাল,
ভবিষ্যতের কাণ্ডারী হবে 
ধরবে দেশের হাল ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন