বিশে বিষ

    ✍️পান্থ দাস

২০২০ মানে,
বিশ্বের এক অন্ধকার তম অধ্যায়
২০২০ মানে,
কারোর স্বপ্ন নিয়ে গেলো
তো কারোর আপন মানুষকেই নিয়ে গেলো ৷

২০২০ মানে,
মানে আম্ফান ঝড়ে সন্তানকে নিয়ে পথে বসা
২০২০ মানে,
আমরা চা খেতে এসেছি আড্ডা দিতে নয়, চা খাওয়া হয়ে গেছে, চলে যাচ্ছি ৷

২০২০ মানে,
শুধু হারানোর গল্প লেখা
২০২০ মানে,
জীবিত রাস্তা নিস্তব্ধ হয়ে যাওয়া
২০২০ মানে,
মাস্ক জীবনের অঙ্গ হিসেবে পরিণত ৷

২০২০ মানে, 
কারাগারের মত বন্ধ জীবন যাপন
২০২০ মানে,
মানুষের কর্মহীন রূপ দেখা
২০২০ মানে,
সম্পূর্ণ লক্ডাউন ৷

২০২০ মানে, 
প্রিয় মানুষগুলো পৃথিবী থেকে
চিরতরে বিদাই নেওয়া
২০২০ মানে,
ঘরে বসে বসেই বাইরের জগৎকে চেনা ৷

২০২০ মানে,
মহালয়ার এক মাস পর দুর্গা পুজো
২০২০ মানে, 
দাবানলে দগ্ধ বন্য জীবন
২০২০ মানে,
পরিবারের গুরুত্ব বোঝা ৷

২০২০ মানে, 
বন্য পশুরা আনন্দে জীবন যাপন
২০২০ মানে, 
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ
২০২০ মানে, 
না ভোলা ৩৬৫ দিন
২০২০ মানে,
বিশে বিষ ৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ