শীত

✍️ রেহানা বেগম হেনা

শীত তুমি এসেছো, আবারও আমাদের ছোট গাঁয়ে,
হেমন্তের শিশির ভেজা, কোমল ঘাসের সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে।
তোমার আগমনে -
হিমেল সিংহাসনে হয়েছে আসনখানি পাতা,
তোমার রাজ্যাভিষেকের সাথেই হবে গরিবের হৃদয়ে ব্যথা।
তোমার আগমনে -
বনে বনে, ডালে ডালে শুরু হয় পাতা ঝরা,
ফুলে ও ফসলে তবু সেজে ওঠে আমাদের বসুন্ধরা।
তোমার আগমনে - 
রেশমী পোশাকে ধনীদের দেহ হয় মোড়া,
অভিশপ্ত জীবন কাটায় অসহায় দরিদ্ররা।
তোমার আগমনে -
বিদায় হয়ে যায় -
শিউলির ঘ্রাণ, কাশের মেলা, তা ছিল পথের বাঁকে বাঁকে,
প্রকৃতি আবারও নতুন করে ধরা পালকে রঙিন আলপনা আঁকে।
তোমার আগমনে -
ধনীদের মুখে ফোটে হাসি,
পিঠে পুলি, খেজুরের রস --- খাবে বসে দিনরাত দেশবাসী।
গরিব তবু অসহায়! হিমেল হাওয়ায় কাঁপে থরথর,
রাত্রি যাপনে একটুকু উষ্ণতা পাওয়ার নেই উষ্ণ ঘর।
শীত -
তুমি এসো না কখনও গৃহহীন গরিবের দ্বারে,
তোমার দাপটে ওরা পথেঘাটে, ফুটপাতে পড়ে মরে।
ছিন্ন বস্ত্র, বস্তা, পলিথিন জড়িয়ে থাকে ভিখারির বেশে,
তোমার হাতের কোমল পরশে কত যে চলে গেছে চিরঘুমের দেশে।
তাই তো আমি তোমার কাছে মিনতি করি হায়,
ভুল করেও তুমি এসো নাকো আমাদের ছোট গাঁয়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ