✍️ দীপক রঞ্জন কর
একডাকে পরিচিত দইওয়ালা জ্যেঠু
হররোজ আসে গাঁয়ে পথ বেয়ে মেঠো।
মাথা ঝাঁকা পাকা চুল গাল ভরা দাড়ি
কাঁধে নিয়ে দই ভার ফিরে বাড়ি বাড়ি।
দূর থেকে হাঁকে জ্যেঠু দই রাখবে দই
সাথে পাবে চিড়ে গুড় নতুন ধানের খই।
মা মাসি আসো ছুটে সোনামনি কই,
নিয়ে যাও কম দরে সেরা পাতা দই।
কে কেমন খাবে দই, আন মাটির পাত্র
এক ভান্ড পেয়ে যাবে বিশ টাকায় মাত্র।
গাঁয়ে গাঁয়ে ঘুরে ঘুরে দই বেঁচে রোজ
ভালোমন্দ কে কেমন,নেয় সবার খোঁজ।
ছেলে বুড়ো সবে তাঁরে জ্যেঠু বলে ডাকে
জ্যেঠুর সুরে খোকা খুকি দই দই হাঁকে।
হাসি খুশি থাকে জ্যেঠু, মিষ্টি মুখের ভাষা
বিনিময়ে কিনে নেন সবার ভালোবাসা।
0 মন্তব্যসমূহ