প্রতিদান

 ✍️ অনুরাগ ভৌমিক

চোখে জল এনে দিলে,

এই জল ধীরে ধীরে দীর্ঘতর হয়;নদীর মতো।

পাখি গান শুনতে বলে, নৌকা ও গান শোনায়।

দীর্ঘ শরীর চেনা গাঁয়ের পাশ দিয়ে ছুটে চলে।

একসময় দাঁড়ায়,যেখানে বিরাট বিল,পারে তেঁতুল বৃক্ষ,

একটা ডাহুক দুপুর দুপুর বলে ডাকে,

নিবিড় পানাফুল তাকিয়ে থাকে আকাশের দিকে।

এই ফুল চুলে গুঁজে ছুটেছিল শকুন্তলা 
হরিণের পেছন পেছন...

তোমার দেওয়া সমস্ত জল দিয়ে সময় সাজাই,

বয়ে চলাই জীবন,তাই বয়ে চলি,
বুঝতে পারি গাছেদের ও জ্বর হয়,

এসো হাওয়া হয়ে,পথে পথে প্রেমের বকুল ছিটিয়ে যাবে...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ