✍️ প্রশান্ত দাস
হিন্দু ধর্মের পতি তুমি,
অযোধ্যা সার।
রাম রূপে বিষ্ণুর আগমন,
সপ্তম অবতার।
সূর্যবংশে আইলা তুমি,
কৌশল্যা নন্দন।
'পিতা রূপে ধন্য আমি',
কহেন দশরথ।
সত্যনিষ্ঠা - ন্যায়কৌশল,
তুমি মানবপ্রেমি।
পিতৃভক্তি - প্রজাবাৎসল্য,
জ্ঞানী, পরোপকারী।
আদর্শ স্বামী-পুত্র-পতি,
ক্ষমা ও সততারূপ।
গুনের জগৎ সমাপ্ত তবুও,
অসংখ্য রঘুগুন।
তব সূর্যবংশ ভূষিত এবে,
রঘুবংশ নামে।
বিপদাপদে সাধ্য কার যে,
রাম-লক্ষনেরে খন্ডে।
0 মন্তব্যসমূহ