✍️ কৃষ্ণ ধন শীল
কায়া ক্লান্ত হিয়া ক্লান্ত
ক্লান্ত যেন এই সময়,
নিশাধারে তাই কেটে গেছে
যত আশা আর ভয়!
আবেগ যত চিন্তা যত আর যত অনুভূতি,
ছেড়ে গেছে মুছে গেছে ছিল যত আকুতি!
দিনের আলোর শেষে
এই আঁধারের আঙ্গিনায়,
ফিরে আসা সুখের স্মৃতিগুলি
যেন বড়োই অসহায়!
ক্লান্তি শ্রান্তি অবসাদ যত সবই বাহানা শুধু,
জানি ঘুমিয়ে পড়লে এ জীবন মরু ধূ ধূ!
0 মন্তব্যসমূহ