কথা ফুরোলো না

    ✍️   সঙ্গীতা গুপ্ত

আসবে বলে আশায় চোখ মেলেছি,
অশ্রু ফেলেছি কতো,
আহত বক্ষ পেতে আমি তোমার হৃদয়ের কাছে নতজানু,
দ্বার খুললে তুমি অবশেষে।
তোমার হাতে গোলাপ দেখে ভালোবাসার অধিকার পেলাম।
নয়ন ভরে তোমায় দেখে,
তোমার সুরে সুর মেলাতে চেয়েছিলাম।
অ-নে-ক কথা বলার ছিল বলে,
অধীর আগ্রহে মুখোমুখি তুমি
কয়েক পেয়ালা ঠান্ডা কফি,
কথা ফুরোলো না তবুও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ