বাপের হুটেল


✍️ অভিজিৎ চক্রবর্ত্তী

কী ভাইবছত যে তুই, এন্নে আর কয় দিন যাইব। 
মনে করছত কিতা, 
বাপের হুটেল ইয়ান হারাজীবন খোলা থাইব কন। 
বাপ ইয়া একদিনের লাই কাইত্তই যাক তই টের হাইবি তুই 
তোর এত আনন্দ, আনন্দ ন 
সব নিজের কোয়ালের লাই থুইতাছত। 
কবি সুচরিতা পাডারী বাপেরে 'ভাত গাছ' কইছে 'ভাত গাছ '। 
সাহিত্যিক অপক্ক হেরেমচাঁদ ঠাউর "বাবা তো বাবা-ই " কইছে। 
দিগন্ত সাহিত্য হত্রিকার হতিষ্ঠাতা টিংকু হুত্রধর ও সভাপতি হান্থ দাস দুনো জনে বাপেরে 'বটগাছ' কইছে 'বটগাছ ' 
আর তুই অইছত এমন এক কুলাঙ্গার হোলা 
যেতে বাপেরে চাইর হইসা দাম দেছ না। 
বুজবি রে বুজবি,  থাইকতে বুজদি ন 
সব হারাই তই বুজবি বাপ কি জিনিস। 
তুই কিতা ভাইবছত, 
হরালেহা ছাড়ি দি দিনে রাজমেস্থরীর জোয়ালীর কাম করবি 
আর হইন্দা ন অইতে লাল গোলাবী দুই চোকেত্তে চাইর চোখ লাগাই বাইক লই বাইর অই যাবি 
এত সুখ, সুখ ন মেঘে মেঘে বেলা কাডি যার
হগলের বাপ হারা জীবন বাঁচি ন থায়
এন্নে দিন যাইত ন রে মনা 
বাপ জমিনেত্তে কাম করি মাথার ঘাম হাথ হালাই সংসার চালার 
আর হেতের বেলা হইরত্তে হুডানি দেহানি শুরু অই যায়। 
হগল বাপের লঙ্গর-খানা আজীবন খোলা থাইকত ন
একদিনে ন একদিন তোরে এই লঙ্গর-খানার ভাড় নন লাইব
এই কথা মনে রাইছ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ