✍️ সাগর শর্মা
পৃথিবীর জ্বর এসেছে
থার্মোমিটারের শেষ পাঠও আজ অতিক্রান্ত
দিন দিন দেহকে করছে দূষিত-
বাড়ছে রোগের কারখানা
ধীরে ধীরে সে দেহের চামড়া প্লাবিত করবে।
এদিকে ভেতরে প্রতিনিয়তই সে ধ্বংস করে চলেছে-
শ্বেত রক্ত কণিকা তার দ্বারা অবলুপ্ত;
ঠাঁই পেয়েছে ক্যানসার,
মারণ ভাইরাস,
আর কিছু জীবনক্ষয়ী অসুখ।
এই জ্বর আদতে কোনো অসুখ নয়-
এটি সব রোগের একটি সম্মিলিত উপসর্গ মাত্র।
0 মন্তব্যসমূহ