ব্যর্থ মানুষ


  ✍️ কৃষ্ণকুসুম পাল

অনেক ব্যর্থ মানুষ দেখেছি
যারা কোনদিন এভারেষ্টের চূড়ায় উঠতে পারেনি,
অনেক ব্যর্থ মানুষ দেখেছি
যারা প্রশান্ত মহাসাগরের তলদেশ দেখেনি,
অনেক ব্যর্থ মানুষ দেখেছি
যারা ছায়াপথের নক্ষত্র গুনতে জানেনা,
অনেক ব্যর্থ মানুষ দেখেছি
যারা অক্লান্ত সেবা করেও বিনিময়ে কিছু চায় না,
অনেক ব্যর্থ মানুষ দেখেছি
যাদের অসীম শ্রম করেও অনাহারে থাকতে হয়,
অনেক ব্যর্থ মানুষ দেখেছি
যারা ধনকোবের হয়েও ওদের মনে কোন প্রেম নেই
অনেক ব্যর্থ মানুষ দেখেছি
যারা সন্ন্যাসী হয়েও কামনা বাসনায় পরিপূর্ণ,
এরা সেদিন সকলে সফল হবে
যেদিন সব শয়তানদের মঙ্গলগ্রহে পাঠাবো,
ওরা সেখানে শেয়ানে শেয়ানে কোলাকুলি করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ