দিব‍্যলোকের পথে


✍️ মিঠু মল্লিক বৈদ‍্য

কখনো দেখেছো কি আকাশকে তার
বিশালতা ছেড়ে সংকীর্ণতায় বিলীন হতে ?
দেখেছো কি শত উত্থান পতনেও
সূর্যকে  দীপ্ততা হারাতে?

চাঁদকে মোহনীয় আভায় না হারিয়ে
চিরান্ধকারে বিলীন হতে ?
দেখেছো কি সমুদ্রকে 
জলোচ্ছ্বাস হারিয়ে থমকে যেতে?

ঠিক তেমনি মিথ‍্যার  অন্ধকারে 
ভালোবাসার বিশালতা যায়না তলিয়ে ,
আলোকস্নাত চোখে  কেবলই স্বপ্ন বুনে
প্রভাতী রবির নির্মল আভায়।

নদীর ধর্ম বহমানতা, 
মোহনায় মিশবে বলে
এগিয়ে চলে  চির অনন্তকাল
সাগর বুকে আঁচড়ে পড়ে পরিতুষ্টির চেতনে।

তেমনি করেই ভালোবাসার স্নেহার্দ্রতা
বিদ্রূপতার সকল গলিপথ পেরিয়ে
এগিয়ে চলে শেষ যাত্রার পানে
শান্তির সোপান বিছানো দিব‍্যলোকের পথে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ