✍️ পিয়া কর চৌধুরী
আশায় আশায় বসেছিলাম
পাব ভাল বর,
আশার মাঝে বয়ে গেল,
অনেক প্রবল ঝড়।
আশা ছিল কারো জীবনে,
ভাল সাথী হব।
সাথী হয়ে চিরদিন,
তার পাশে পাশে রব।
আশা ছিল জীবনে আমি ,
পাব অনেক ভালবাসা।
সেটা আমার হলনা পাওয়া,
সব হয়ে গেল নিরাশা।
আশা ছিল জীবনে আমি,
গড়ব সোনার সংসার।
পেলাম না সেই সোনার সংসার
সব হল নিরাকার।
আশা ছিল আমি তোমার
হব ভাল সাথী
সেই আশাও হলনা আমার,
এখন একা একা থাকি।
0 মন্তব্যসমূহ