স্বপ্নেরা

✍️ দিব্যেন্দু নাথ

যদি তোমার দেখা পাই, বলবো 
আজও ভুলতে পারিনি

ধানভাঙা সোনালি বিকেলে 
তোমাকে পাওয়া যেত
 শিষধানের আলে

মিঠেল রোদ মাখতে-মাখতে,
কখন কুয়াশার চাদর লেপ্টে নিতো দুজকে

আজও আমন আসে গন্ধ মেখে,
শিশিরও ঝরে, সূর্যও ঝুলে
লংতরাই পাহাড়ের ডালে
ম্লান আলোয় ভাসে পাকাধানের মাঠ।

ধুসর কুয়াশা শুষে নেয় 
হৃদয়ের আলেয়া স্বপ্নগুলো। 

চলন্ত ট্রেনে ঝাঁপ দিলেও
স্টেশন ছাড়া হয় না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ