এটাই বাস্তব

✍️ বিপ্লব গোস্বামী

সস্তায় পাওয়া জিনিসের
মূল্য দিতে জানি না,
পরিচিত লোক বড় হলে
বড় বলে মানি না।

আপন জনের গুণ গাই
পরের গুণ দেখিনা,
নিজেকে বড় নেজেই বলি
পরেকে বড় মানি না।

নিজের দোষের যুক্তি দেখাই
দোষ বলে মানি না,
অন‍্যের দোষের নেইতো ক্ষমা
শান্তি ছাড়া ছারিনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ