✍️ অসীম দেববর্মা
যেখানে তোমার আমার
হয়েছিল প্রথম দেখা,
সেইখানেই এখনো আঁকা
আছে কাটানো সময়ের রেখা।
ব্যস্ততার বাহানায় আমাকে ভুলতে চাও!
নিজেকে নিজেই কেনো শুধু শুধু ফাঁকি দাও?
তোমাকে তুমি প্রশ্ন করো আমি কী ছিলাম না
তোমার প্রয়োজনে,
তাহলে কেনো আমি নেই তোমার আয়োজনে!
যাযাবর দেহ কিন্ত মন পরিযায়ী নয়
মরীচিকার মরুভূমিতে কে কার হয়।
দিন শেষে রাত উড়িয়ে দেয় তার কালো আবরণ,
চুপিচুপি কড়ানাড়ে রাতের নির্জনতায় মন
খারাপের কারণ।
0 মন্তব্যসমূহ