✍️ মাধুরী লোধ
বর্ণ মালার চাদর জরিয়ে দিলাম
তোমার শীতল গায়
ভালবাসার উম ছুঁয়ে দিলাম
পরম প্রতীক্ষায় ।
ফসলের মাঠে তোমার হাওয়া
খেলার মাঠে জিত
নৌকার বৈঠায় তোমার বাঁধন
অট্টালিকায় ভিত।
বটের ছায়ায় পাখীর পাখায়
শাপলা শালুক জলে
মন্দির মসজিদ শঙ্খ ঘন্টায়
পথে পদে মাতৃভাষা বলে ।
নদী সাগরে জোয়ার আসে
আসে ভাটার ক্ষন
আকাশে বাজে মেঘমল্লার
নাচে ময়ূর ময়ূরী র মন।
পাখার হাওয়ায় বর্ণমালা
শিশুর হাসির ছাপ
ওঝার ছু মন্তরে ও বর্ণমালা
পালায় ভূত পেত্নীর বাপ ।
ষড় ঋতু যায় আসে
আসে একুশে ফেব্রুয়ারি দিন
ভাষা দিবসে শপথ নিলাম
শুধতে চাই ভাষা শহীদদের ঋন ।
0 মন্তব্যসমূহ