আধুনিক চোর


✍️ সুস্মিতা সরকার

সে তো আধুনিক চোর 
রাতে নয় দিনে ও চলে কাজ ওর । 

করে না লুকিয়ে
তবু কেও দেখেও দেখে না ওদের। 
             
চোরের ও বড় জীবন , 
শুধু ধনশালী নয় , রাজ্যর রাজত্ব ও ওদের।

ওদের আবার আবার সন্মানের জীবন 
দরিদ্রের কাছ থেকে লুঠ করে ধনীর সাথে বসে ।

ওরাই মাথা উঁচু করে বাঁচে 
তাইতো ওদের আধুনিক চোর বলে । 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ