✍️ সংগীত শীল
এত বছর পর নীলার সাথে দেখা
আগে কত হেঁটেছি একসাথে,
আনাচে-কানাচে শুধু স্মৃতি আগলে বেড়ে উঠেছে ছায়াশূন্য নগরীর বুকে মায়া।
এই শহর বড্ড যন্ত্রণার
তবু কেন এত স্নিগ্ধতা খুঁজে পাই? জানি না।
মনে আছে নীলা,
তোমাকে এক পলক দেখার জন্য
রাত দুপুর দাঁড়িয়ে থাকতাম
যেমন করে শিশু মা'কে চোখেহারায়
কতকাল দেখিনা এমন তোমায়
সেই চোখে তাকাও না যে
কত বসন্ত পেরিয়ে গেছে।
বাড়ি যাওয়ার জন্য যখন রিক্সা চেপে বসতে,
বুকের ভেতর পাঁজরগুলি প্রতিধ্বনিত হত।
সময় শুধুই সংখ্যা মাত্র
এত কান্না, রক্তপাত
তবুও তোমার জন্য ক্লান্তি আসে না।
এত স্নেহ করেছো কিন্তু,
কই তোমার দুচোখে তো প্রেম দেখিনি আমার জন্য!
যেই আকস্মিক চাওয়াতে
দমকা হাওয়াও আটকে যাবে।
সেইরকম প্রেম!
তোমার দেয়াল সীমারেখা পর্যন্ত পৌঁছোতে পারিনি,
চেষ্টা করার দুঃসাহসও করিনি কোনোদিন।
এই যে এত দীর্ঘশ্বাস
মিহিন চাপা সংলাপ
রাতের ভাঙা আকাশের আঁচে
নীরবে গোপনে থাকে,
তাকে কি ভুলা যায়?
থেকে যায় স্মৃতি।
বৃষ্টিভেজা দিনের মতো হৃদয়ে
শুধু থেকে যায়!
0 মন্তব্যসমূহ