✍️ প্রতীক হালদার
কাশফুলেরা মাঠের পাশে
দুলছে হাওয়ার তালে,
লাগছে তাদের ভীষণ ভালো
এমন শরৎকালে।
ঘাসের উপর ভোরবেলাতে
শিউলি পড়ে ঝরে,
সাদা রঙের মেঘের ভেলা
ঘুরছে আকাশ জুড়ে।
পদ্ম ফোটে পুকুর বিলে
ছড়ায় শোভা জলে,
রাজহাঁসেরা ঘুরে বেড়ায়
সবাই সদলবলে।
ঢাকের উপর পড়ল কাঠি
শিশিরে ভিজে ঘাস,
পুজো এল দিচ্ছে উঁকি
মনের যত আশ্।
শরতের এই এমন শোভায়
দুর্গা এসে গেল,
দিনরাত্তির দারুণ মজায়
সবাই গা ভাসালো।
0 মন্তব্যসমূহ