✍️ প্রসেনজিৎ পাল
হরিনাম হরিনাম হরিনাম বইলে
কে যায় দুখের বাজারে,
সর্বসুখ বিরাজ করে
মোর প্রভুর মাঝারে।
গানে গানে ভজনে
তাঁরে পাবে কীর্ত্তনে,
সেবা যদি কর হরিজনের
মুক্তি আসবে তোমার মনের।
ধ্যানে-জপে-কর্মে
ফুটাও তাঁরে মর্মে,
হরিনামে মেতে বেড়াও
হরিকাজে তরী বাও।
0 মন্তব্যসমূহ