শীত


    ✍️ পান্থ দাস

শীতের দোলা
লাগলো প্রাণে
শিশিরে মাখা
ঘাস যে খেলে।

গাঁদার ডগায়
নাচে যে জলবিন্দু,
রোদের ঝলমলে
যাই যে চলে সপ্তসিন্ধু।

রোদের জন্য 
থাকি যে অপেক্ষায়,
স্বাদতো মেটেনা
পিঠে পুলি তে,

স্নানের ঘরে
মন যে যায়না,
ঠান্ডায় ভোরে
বলে বিছানা এখন উঠোনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ