✍️ গোবিন্দ ধর
পথ কোথায়?কে যেন কংক্রীট বিছিয়ে রাখে।
এতেও সুখ ওদের।এতেও আনন্দ ওদের।
বেপথে চালিত করে আনন্দ বাজার অব্দি যাওয়া
কঠিন বাস্তব। পথে আরো চলমান যান
চলাচল গলে ঠিক লক্ষ্যে পৌঁছা পর্যন্ত
আপনাকে কঠিন একাকীত্বের ভেতর হাঁটতে হয়।
তখনই সামনে একটি সরু পথ মিলে গেলে
নিশ্চিত আপনি ঠিকঠাক রাস্তা পাবেন।
পথের বিকল্প শুধুই পথ।সামনে যেতে যেতে
ঠিক একদিন রাস্তা মিলবেই।
0 মন্তব্যসমূহ