শেষের বেলা


✍️ অন্তরা ভট্ট

চলতি পথে হঠাৎ 
কবে তা কে জানে?
থমকে যাবে সময় খানি
থাকবে শহর চেয়ে।

শুভ্র ফুলের চাঁদর
থাকবে শরীর জুড়ে
মুর্ঝে যাবে চক্ষু যুগল
আবেগে আবডালে।

মুখবিবড় অশ্রু জলে
ভিজবে নিশ্চয়ে
আবেগ মাখা দৃষ্টি দিয়ে
দেখবে যে রয়ে।

শহর জুড়ে থাকবে কেবল
মেঘলা ভরা আকাশ
পিছু টান সব হলো যে শেষ
রইলনা সে আর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন