✍️ মৌমিতা দাস
আমি এক অনাথ শিশু,
নাই আমার কোনো আপনজন।
এদিক ওদিক ঘুরে বেড়াই
তাই তো আমি সারাক্ষণ।
সেই কবে একলা করে,
চলে যায় বাপ- মা ।
আছি কত দুঃখে আমি,
বলে বোঝানোর নাই কোন উপমা।
অভাব দেখেছি, দুঃখ দেখেছি,
বুঝেছি জীবনের মানে।
ধ্বংস দেখেছি, সুখ দেখেছি,
ক্ষতবিক্ষত হয়েছি মনেপ্রাণে।
বিশ্বাসের মানে সাহায্যের জন্য,
গিয়েছি যাদের দ্বারে দ্বারে।
তারাই এখন আমায় চোর বলে,
লাথি- ঝাঁটা মারে।
0 মন্তব্যসমূহ