হারানো স্মৃতি

           ✍️ অন্তরা সাহা

বাবা আজ পনেরো টি রাখী এনো,
দাদুভাই, ভাই, দিদিমণি এবং বান্ধবীদের জন্য।

রাখী গুলো ব্যাগে নিয়ে সকালে,
বাবার হাত ধরে চললাম স্কুলে,,

প্রথম পিরিয়ড শেষ হবার পর,
সে কি আনন্দ, দিদিমণিকে সবাই রাখী পড়াবো চল।

তারপর বান্ধবীদের হাতে রাখী পড়িয়ে,
সবাইকে চকোলেট দিলাম খাইয়ে,,

ছুটির পর বাবার হাত ধরে বাড়ি এসে,
দাদুভাই ও ভাইকে রাখী পড়ালাম অবশেষে।

পঞ্চাশ টাকা দাদুভাই আশির্বাদ করে দিল,
এবং ভাই দু খানা চপ এনে খাওয়ালো।

এইভাবে চৌদ্দ বছর হলো পার,
স্কুলে এখন রাখী পড়ানোর নেই ধুমধাম আর,,

এখন বাবা রাখী এনে দেয় দুটো,
ভাই ও দাদুভাইকে আজ পড়াবো শুধু,,

ছেলেবেলার সেই দিনগুলো গেল যে কোথায়,
এখন আর কেউ রাখী পড়ায় না আমায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন