রাখী বন্ধন

     ✍️আমিনুল ইসলাম(রিপন)
--------------------------------------
বছর ঘুরে আসলো আবার
  সেই সুখের দিন।
ভাই-বোনের ভালোবাসার 
         মিলনের দিন।
বোনের ভালোবাসা নেব
            বুক জড়িয়ে,
বিনিময়ে দেব তার সব সুখ
            প্রাণ ঢেলে।
বোন সাজায় থালা,দেয়
            চন্দনের ফোঁটা।
ভাইয়ের জীবনে যেন না
         আসে কোন কাঁটা।
রাখী বন্ধন শুধু উৎসব নয়,
     সুখের সমাহার।
রাখী বন্ধন ভাই-বোনের
   চিরবন্ধনের অঙ্গীকার।
রাখী বন্ধন নয় কোন নতুন
                               ভাষা।
রাখী বন্ধন ভারতে যেন সম্প্রীতির নতুন আশা।
রাখী বন্ধন মানে বোন ভাইয়ের কাছে,
নানান রঙের আবদার।
রাখী বন্ধন মানেই ভাইয়ের পকেট খরচের টাকা থেকে
বোনের জন্য ছোট উপহার।
রাখী বন্ধন ভাই বোনের মিলন সেতু।
সারাজীবন পাশে থাকার কারন হেতু।
তাই ভাই-বোন সেই আশাতেই কাটায় দিন।
কবে আসবে সেই আনন্দঘন মুহুর্তের দিন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন