সুভাষ

 
  ✍️ পান্থ দাস, হাঁপানিয়া, ত্রিপুরা

স্বদেশের শিখা
ছাড়ালো বিদেশে,
বিপ্লবী ঘোরে
নব নব ভেশে ৷

পাঞ্জাব থেকে 
গদরের দল,
দেশকে জোগালো 
দৃঢ় মনোবল ৷ 

নেতাজীর অগ্নি শিখা
দেশকে পরালো 
নব বিজয় টিকা,

অসীম সাহসে প্রাণ ঢ়েলে
দেয় সুভাষ 
পূর্ণ স্বাধীনতার
প্রদীপ জ্বেলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ