জীবনের স্বপ্নগুলো

 ✍️ রেহানা বেগম হেনা

জীবনের ছোটবড়ো কত না স্বপ্নগুলো 
সাজাতে গিয়ে সবই হলো খুবই এলোমেলো।
রেখেছিলাম নিজেরই এক আলমারিতে তুলে
ভেবেছিলাম সময় পেলে দেখবো সেসব খুলে খুলে,
সাজিয়ে নেবো মনের মতন নিজের মতন ক'রে
ঘুঘু ডাকা ছায়ায় ঢাকা নিভৃত কোনও দুপুরে।

তবু একদিন মিললো না তো সেই সময়
নৌকা-জীবন চললো বয়ে, বর্তমানেই ক্ষয়।
হঠাৎ এখন সন্ধ্যাবেলা কপাট খুলতে গিয়ে
পড়লো যাহা অগোছালো ঝপাৎ ক'রে হুড়মুড়িয়ে!
এখন এসব ঠিক সাজাতে বুঝবো বিষম ঠেলা
জীবনের তো চলছে এখন সাঁঝ পেরিয়ে শেষের খেলা।

স্বপ্নগুলো ইচ্ছেগুলো না সাজাতে পেলে,
হারিয়ে যাবে সমস্তটাই কালের ধারার তলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ