✍️ সম্পা কর্মকার
যে হাতটি ধরে ছিলে বছর চারেক আগে ।
সেভাবেই জড়িয়ে রেখো জনম জনম বাহুডোরে ।।
চলার পথে যতোই আসোক বাঁধা বিপত্তি ।
ছেড়ো নাকো হাত...তুমি আছো , আমি আছি এটাই সত্যি ।।
মান অভিমান আর যতোই হউক ঝগড়া...।
থাকবো পাশে আজীবন করছি প্রতিজ্ঞা ।।
ভালোবেসে একবার ধরেছি যখন হাত ।
ছাড়ছি না তোমায় ভেবে পাঁচ সাত ।।
ভালোবেসে ভালোবাসায় বেঁধে রাখবো আগলে ।
সাত জনমের ভালোবাসার জীবন সাথী হয়ে...
গড়বো ভিটে ভালোবাসা আর খুশির ছাঁচে ।।
0 মন্তব্যসমূহ