✍️ অসীম দেববর্মা
----------------------------
রাতের নিস্তবদ্ধতা
ভাঙ্গে মনের মৌনতা
রাত দিন
যন্ত্রনা সীমাহীন।
ঐ দূরে,এই কাছে
প্রত্যাশার ভরসায় বাঁচে!
যাচ্ছে সময়, কাটছে দিন
দুঃখ, কষ্টের ছাঁই উড়ে অন্তহীন,
শব্দের ফাঁকে
বার্তা ঢাকে।
0 মন্তব্যসমূহ