পিঠে পিঠ

✍️ অপর্ণা সিনহা

দেওয়ালে পিঠ লাগার আগেই
পিঠে পিঠ করে দাঁড়াও
এক মাথা দুহাতে ব্যর্থ হলেও
চারহাতে দুমাথা জাগাও।
নিরস্ত্র নয়, রণ সজ্জায় সাজো
এ যে প্রতিশোধের বেলা
পাঠ চুকিয়ে দাও প্রতারকদের 
সকল রকমের খেলা।
অশ্রু ঝরাতে চায় যদি কেউ
রক্ত ঝরাতেই হবে,
উত্যক্ত করে যারা তোমাদের
ছাই করে দাও তবে!
হাতের বদলে হাত নয় এবার
মুন্ডু পাতের মেলায়
অনেক হয়েছে নাটক, অনেক -
সময় গেছে হেলায়।
এবার হিসেব নিকেষের পালা
জাগছে নিপিড়িত জন
তৈরি হও ভন্ড পাষাণের দল
এসে গেল সমাধি ক্ষণ।
                       

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ