দুধে-ভাতে রাজনীতি?


✍️ রাজা দেবরায়


রাজনীতি শব্দটি কি এখন মানানসই?
এর পরিবর্তে তবে কী দেওয়া যায়?
রাষ্ট্রনীতি বা জননীতি অথবা গণনীতি?
দেশে রাজনৈতিক দল কয়টা হলে ভালো?
রাজনৈতিক মূল্যবোধের মূল্যায়ন কি দেখাবে আলো?
স্বচ্ছ রাজনীতির পরিভাষা বদলাবে বারবার?
ক্যুয়ালিটি নাকি ক্যুয়ান্টিটি জিতবে ভবিষ্যতে?
বাদ দিন তো মশাই এসব,
"আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে!"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ